বুধবার, ১৪ মে, ২০১৪

নিঃশর্ত প্রেমের সন্ধান - -

অভিতপ্ত অনুভূতি হতে, যখন এই 
জীবন খুঁজে পায়, কিছু মুহুর্তের 
পরিত্রাণ, তখন হৃদয়ে 
জাগে পুনরায় 
বিলুপ্ত 
মরুদ্যান, ভেসে ওঠে সুপ্ত তরঙ -  
সহসা, তার নি:শব্দ চোখের 
তীরে তখন অবসাদের 
অবসান, বহু 
দিনের 
পরে যেন অনাহুত বৃষ্টি ভিজিয়ে - 
গেছে দেহ ও প্রাণ, পৃথিবী 
আকাশ, নিসর্গের 
সমস্ত 
সৌন্দর্য্য অকস্মাৎ হয় ওঠে খুবই  -
অর্থপূর্ণ, জীবন করে পুনশ্চ 
নিঃশর্ত প্রেমের 
সন্ধান !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
the poetry of rain

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন