শনিবার, ৩১ মে, ২০১৪

মেঘের আঁচল - -

ফুটতে দাও আমায় ভোরের আবছা 
আলোয়, দীর্ঘ  জাগরণের পরে 
কে যেন দিয়েছে ডাক 
সুদুর অজানা 
অঞ্চল 
হতে, জানি আমি আছি কিছু ক্ষণের 
অতিথি, সন্ধ্যার সাথে যাব 
ঝরে, মেলতে দাও 
আমায় সিক্ত 
পালক,
কে যেন পথ চেয়ে আছে বহুদূর - - 
সাগর তীরে, আমার দেহের 
অদৃশ্য রং ধনু চায় 
রং ছড়াতে,
কিছু 
মুহুর্তের আকুল সাধ, ওই দিগন্তের 
অপর ধারে, কে যেন খুলেছে 
মেঘের আঁচল, উন্মুক্ত 
ভাবে ! 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
apple blossom and buds

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন