সহজ নয় পরিপূর্ণ মোক্ষের প্রাপ্তি,
ফল্গু নদীর শুকনো তীর হতে
ভেসে ওঠে মায়ার
বন্ধন, সে
এক
আমার প্রিয় জন, দেউলের ভাঙা
সিঁড়ি বেয়ে কাটিয়ে দিল
সারা জীবন, তবুও
অন্তিম ক্ষণে
চায়
দেখতে সমস্ত পলাতক আপন জন,
ওই পাশের বাড়ির মানুষ,
খুবই সত, কোনো
দিন কঠোর
হতে
পারি নি, শুধুই ভালোবেসে গেছে,
সারাটা জীবন ছিল উপান্তে,
উপেক্ষিত, নিরুদ্দেশ
নিজের ঘরে,
একাকী !
শেষ প্রহরে দেখি সে চায় জানতে
যে কেমন আছে তার এক
মাত্র পরিযায়ী ছেলে,
জানা সত্তেও
যে তার
ফিরে আসার সম্ভাবনা নেই তবুও
সে দাঁড়িয়ে রয় নিয়মিত
সদর দরজায় !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Paintings By Elizabeth Blaylock
ফল্গু নদীর শুকনো তীর হতে
ভেসে ওঠে মায়ার
বন্ধন, সে
এক
আমার প্রিয় জন, দেউলের ভাঙা
সিঁড়ি বেয়ে কাটিয়ে দিল
সারা জীবন, তবুও
অন্তিম ক্ষণে
চায়
দেখতে সমস্ত পলাতক আপন জন,
ওই পাশের বাড়ির মানুষ,
খুবই সত, কোনো
দিন কঠোর
হতে
পারি নি, শুধুই ভালোবেসে গেছে,
সারাটা জীবন ছিল উপান্তে,
উপেক্ষিত, নিরুদ্দেশ
নিজের ঘরে,
একাকী !
শেষ প্রহরে দেখি সে চায় জানতে
যে কেমন আছে তার এক
মাত্র পরিযায়ী ছেলে,
জানা সত্তেও
যে তার
ফিরে আসার সম্ভাবনা নেই তবুও
সে দাঁড়িয়ে রয় নিয়মিত
সদর দরজায় !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Paintings By Elizabeth Blaylock
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন