বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

ঝুলন্ত সেতুর গায়ে - -

সে কোন এক সিক্ত সন্ধের মুহূর্ত 
নিয়ে বুকে, জীবন বসে রয় 
একাকী, ঢেউ বিহীন 
নদীর ধারে,
যখন 
প্রতিচ্ছায়া হয়ে ওঠে দীর্ঘাকার -
নিঃশব্দ, অশ্বত্থ গাছের 
পাতায় ভেসে রয় 
কিছু স্মৃতির
এক 
ফোঁটা জল, দেখি তোমার অবুঝ 
ভালবাসা, এমন সময়ে হযে 
উঠতে চায় জীবন্ত,
নদীর বুকের  
এক 
লুপ্তপ্রায় জলধারা ! ঝুলন্ত সেতুর 
গায়ে যখন ফুটে ওঠে বহু 
নিয়নের আলো, ফিরে 
পেতে চায় এ 
জীবন,
হারানো প্রেমের অজানা কিনারা,

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
The paintings of Basuki Abdullah 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন