মাঝে মাঝে জীবন চায় খুঁজতে
কল্পনার বাইরে ধুসর
বাস্তবিকতা,
ঊষর
ভূমির বুকে লুকানো সজলতা !
অসংখ্য কাঁটা নিয়ে দেহে
অনিমেষ চোখে
পরিতপ্ত
গ্রীষ্মের আকাশ চাওয়া, মাঝে -
মাঝে মনে হয় তুমি হয়
উঠেছো সন্ধ্যার
যাযাবর এক
পশলা
বৃষ্টি, হঠাৎ উড়িয়ে নিয়ে চলেছ
সব কিছু, আর বিষন্নতার
দড়ি, ঝুলে আছে
ছাদের এক
প্রান্ত
হতে অন্য প্রান্তে, মাঝে মাঝে - -
ভালই লাগে তাদের মিথ্যে
আবদার, জানা সত্তেও
যে উঠোনের
বুড়ো
নিম গাছটা যে কোনো দিন পড়ে
যেতে পারে, তবু ও ওঠার
আগে বলে যায়, এই
গাছের ছায়া
সত্যি
আশ্চর্য্য, বারোমাস সমান ভাবে
দাঁড়িয়ে আছে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by linda blondheim
কল্পনার বাইরে ধুসর
বাস্তবিকতা,
ঊষর
ভূমির বুকে লুকানো সজলতা !
অসংখ্য কাঁটা নিয়ে দেহে
অনিমেষ চোখে
পরিতপ্ত
গ্রীষ্মের আকাশ চাওয়া, মাঝে -
মাঝে মনে হয় তুমি হয়
উঠেছো সন্ধ্যার
যাযাবর এক
পশলা
বৃষ্টি, হঠাৎ উড়িয়ে নিয়ে চলেছ
সব কিছু, আর বিষন্নতার
দড়ি, ঝুলে আছে
ছাদের এক
প্রান্ত
হতে অন্য প্রান্তে, মাঝে মাঝে - -
ভালই লাগে তাদের মিথ্যে
আবদার, জানা সত্তেও
যে উঠোনের
বুড়ো
নিম গাছটা যে কোনো দিন পড়ে
যেতে পারে, তবু ও ওঠার
আগে বলে যায়, এই
গাছের ছায়া
সত্যি
আশ্চর্য্য, বারোমাস সমান ভাবে
দাঁড়িয়ে আছে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by linda blondheim
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন