স্রোতের বিপরীত বহে যাওয়ার
দুঃসাহস অথবা, জেনেশুনে
বিপদের আমন্ত্রণ, যা
কিছুই বলতে
পারো,
জীবনে অনেক মুহূর্তগুলো থাকে
নিয়তির শেষ বিন্দুর গায়ে,
নিঃসহায় মানুষের
হাতে কিছুই
থাকে
না, তবুও ওই পাপড়ির শীর্ষে - -
টলমল এক ফোঁটা জল,
চোখের আগে ভরে
যায় রিক্ত মরু -
উদ্যান !
এমন কি, শেষ নিঃশ্বাসেও টেনে
রাখতে চায় মনের মানুষ,
অবশ্যই সেই আঁকড়ে
কত যে অনুরক্তি
আর কত
যে অভিনয় বলা মুশকিল - - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Lorraine Christie Art 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন