শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ফিরে যাওয়া - -

খুব ইচ্ছে করে ফিরে যেতে, সব কিছু -
গুটিয়ে তোমার কাছে, বিশ্বাস
করো মনের খুব গভীরে
তুমি আজও আছো
শিকড় জালের
মত অদৃশ্য কিন্তু বাস্তবিক রূপে, আর
চুষে নিতে চাও সমস্ত দুঃখ – বেদনা
সহজ ভাবে, ঠিক ভাসন্ত পদ্ম
পাতার প্রতিরূপে। এটাও
কিন্তু তিক্ত সত্য 
যে পড়ন্ত
জীবন কে পুনরায় গোছানো সহজ নয়,
বরং খুবই কঠিন, হতাৎ করে
হারানো মাটির বুকে
পুনরপি, মনের
চারা পুঁতে
যাওয়া, আর ক্রমশঃ দিনান্তে সুর্য্যমুখির
মত নুঁয়ে যাওয়া। তবুও জানি না
কেন, তুমি আজও ডাক -
দিয়ে যাও, অজানা
কোনো এক
সাগরমুখী নদীর তীর হতে, আর আজও
আমি যথারীতি হয়ে উঠি, অস্থির
তীর বাঁধা নৌকা, খুলে দিতে
চাই সমস্ত শৃঙ্খল, অদৃশ্য
তোমার প্রেমের
জলোচ্ছ্বাসে।
* *
— শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন