শিউলির গন্ধে ভরা সকাল, যথারীতি
আজও সাঙ্ঘাতিক রূপের অনুঘটক,
বুকের গভীরে করে যায় এক
অদ্ভুত উন্মন্থন, মধুর
ঘোরে জীবন যেন
ফিরে পেতে
চায়
হারানো প্রেমের উষ্ণতা। হটাৎ তুমি
তখন শিশির ভেজা শালুকের
একরাশ গুচ্ছ, উন্মুক্ত ফুটে
আছো সুদূর মালবিকা
বনে, কোনো এক
অদূষিত
ঝিলে।
জীবন অকস্মাৎ তখন খুঁজে পেতে - -
চায় তোমার ওই চিরহরিৎ
উচ্ছলতার রহস্য।
* *
- শান্তনু সান্যাল
আজও সাঙ্ঘাতিক রূপের অনুঘটক,
বুকের গভীরে করে যায় এক
অদ্ভুত উন্মন্থন, মধুর
ঘোরে জীবন যেন
ফিরে পেতে
চায়
হারানো প্রেমের উষ্ণতা। হটাৎ তুমি
তখন শিশির ভেজা শালুকের
একরাশ গুচ্ছ, উন্মুক্ত ফুটে
আছো সুদূর মালবিকা
বনে, কোনো এক
অদূষিত
ঝিলে।
জীবন অকস্মাৎ তখন খুঁজে পেতে - -
চায় তোমার ওই চিরহরিৎ
উচ্ছলতার রহস্য।
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন