সবাই একই পথের যাত্রী, কে কখন কোথায়
যে হারাবে কুয়াশার দেশে, বলা কঠিন,
অনেক কিছুর পাওয়ার আশায় অনেক
কিছুই যায় হারায়ে, তবুও
অভিলাষের তালিকা
অন্তহীন, যদি
কোনো
এক দিন বিস্মৃত মরুদ্যানের তীরে দেখা হয়
হটাৎ, তাহলে বলবো, তোমায় মরীচিকার
নীরব কাহিনী, অনেক কিছুই জীবনে
রয়ে যায় অনুচ্চারিত, বুকের
গভীরে চিরস্থায়ী বিলীন,
কিন্তু থামে না ঋতু
চক্র, থামে না
কেউ
কারোর জন্য, আকাশের গায়ে যথারীতি - -
ভরে উঠে চন্দ্র তারার সম্মেলন, আর
পৃথিবীর বুকে জেগে থাকে চাপা
সুপ্ত দহন, আর মানুষের
চিরকালীন ঘাত -
প্রতিঘাতের
মাঝে
জীবন খুঁজে বেড়ায় উজানের পথ, শূন্য
দিগন্তে ভেসে উঠে ডুবন্ত চাঁদের
কিছু ভাঙা ভাঙা প্রতিফলন,
চেয়ে রয় অরণ্য কুসুম
আকাশের পানে,
অন্তর্তমের
কাহিনী
নিজের ছাড়া কেউ কি জানে ? আবার
সেই পরিচিত পুনরাবৃত্তি - - সরু -
পথ, সুড়ঙ্গ, সিঁড়ির ধাপ,
মেট্রো ট্রেন, জন -
অরণ্যের
মাঝে
নিজের সন্ধান। তুমি কিংবা আমি বলে
কিছুই নেই সবাই সহযাত্রী, কত
দূরের সঙ্গী, এটাই বোঝা
মুশকিল - -
* *
- শান্তনু সান্যাল
যে হারাবে কুয়াশার দেশে, বলা কঠিন,
অনেক কিছুর পাওয়ার আশায় অনেক
কিছুই যায় হারায়ে, তবুও
অভিলাষের তালিকা
অন্তহীন, যদি
কোনো
এক দিন বিস্মৃত মরুদ্যানের তীরে দেখা হয়
হটাৎ, তাহলে বলবো, তোমায় মরীচিকার
নীরব কাহিনী, অনেক কিছুই জীবনে
রয়ে যায় অনুচ্চারিত, বুকের
গভীরে চিরস্থায়ী বিলীন,
কিন্তু থামে না ঋতু
চক্র, থামে না
কেউ
কারোর জন্য, আকাশের গায়ে যথারীতি - -
ভরে উঠে চন্দ্র তারার সম্মেলন, আর
পৃথিবীর বুকে জেগে থাকে চাপা
সুপ্ত দহন, আর মানুষের
চিরকালীন ঘাত -
প্রতিঘাতের
মাঝে
জীবন খুঁজে বেড়ায় উজানের পথ, শূন্য
দিগন্তে ভেসে উঠে ডুবন্ত চাঁদের
কিছু ভাঙা ভাঙা প্রতিফলন,
চেয়ে রয় অরণ্য কুসুম
আকাশের পানে,
অন্তর্তমের
কাহিনী
নিজের ছাড়া কেউ কি জানে ? আবার
সেই পরিচিত পুনরাবৃত্তি - - সরু -
পথ, সুড়ঙ্গ, সিঁড়ির ধাপ,
মেট্রো ট্রেন, জন -
অরণ্যের
মাঝে
নিজের সন্ধান। তুমি কিংবা আমি বলে
কিছুই নেই সবাই সহযাত্রী, কত
দূরের সঙ্গী, এটাই বোঝা
মুশকিল - -
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন