মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

শুকনো পাতার বুকে - -

প্রথম প্রণয় হারায় অরণ্য নদীর বাঁকে,
তারপরে, অবাঞ্ছিত দেহের খেলা থাকে,

উড়ন্ত পাতার বুকে ছিল, সূক্ষ্ম কবিতা,
দিনের শেষে, কে কার কথা মনে রাখে,

নির্বাক ক্ষণে, উন্মুক্ত চোখের শব্দকোষ,
মুখচাপা বুকের শব্দ  কাকে যেন ডাকে,

দেহের উলকিরা ছিল কাঁচা রঙে আঁকা,
মনের ভিতরে প্রেমের ঘা লুকিয়ে থাকে,

চেনা বন্ধুর হাতে ছিল পাথরের টুকরো,
আমি চিরদিন ভালোবেসে ছিলাম যাকে,
* *
- - শান্তনু সান্যাল
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন