শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

বিনা মূল্যে প্রবেশ - -

মরা নদীর দুই পারে জেগে থাকে
বিশাল আলোকিত অট্টালিকা,
সারা রাত আমি খুঁজি
বিলুপ্ত নদীর স্রোত,
স্মৃতির ঝুলি
গেছে
ছিঁড়ে অনেক আগে, এখন শুধুই
রিফু তালি দিয়ে আত্মীয়তা
বজায় রাখা, ঝাপসা
আলোয় দেখি কে
যেন হাতে এক
খাতা নিয়ে
দাঁড়িয়ে
আছে,
কী
যা চায় বুঝি না, কিসের হিসেব
নিকেশ, কিসের দেনা পাওনা,
নিঃস্ব হওয়ার পরেও কিছু
কী বাকি আছে, আমি
বিস্ফারিত চোখে
নিঃশব্দ হয়ে
দেখছি
তার
মুখের আদল, অদ্ভুত মিল আছে
আমার সাথে, কুয়াশার ওপারে
হয় ত অজ্ঞাত এক মরুদ্যান
আছে, যেখানে বিনা মূল্য
প্রবেশ করা যায় ।
- - শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন