শুক্রবার, ৭ জানুয়ারী, ২০১১

কখনো কখনো

কখনো কখনো
বিরহ মিলনের বাহিরে ও আছে
সে এক অপ্রকাশিত হারানো কবির
পান্ডুলিপি, শব্দগুলো নিজেরাই
যেন খেলে যায় লুকোচুরি
কাঁচের সেই পারদর্শী ঘরে
মনের রঙ্গীন মাছেরাও বুঝি
অনেক সময় খেলে কানামাছি,
ভালবাসা ভেসে উঠে স্তরে স্তরে
যখন কোনো পরিচিত স্পর্শ
ছুঁয়ে যায় বাহ্য আস্তরণে
ব্যথার ফেনপুঞ্জ সরে যায়
আস্তে আস্তে সমুদ্র সৈকতে
সূর্যের ক্ষীণ আলো ভরে যায় স্বপ্ন
মধুর,এমন সময় আমি ভুলে যাই তোমারে
না, ভালবাসার ঢেউ কী শুধুই
তোমার জন্য, মনে পড়ে যায় 
কত অশ্রুময় মুখ চেয়ে রয়েছে যে আমায়
আশার হাত বাড়িয়ে, সেই মুহুর্তে
মন তুলে দিতে চায় যা কিছু হৃদয়ের
খুশি ও রং তাদের হাতে,
আঁকতে চায় জীবনমুখী অনুরাগের
কিছু অপূর্ণ ছবি, গড়ে দিতে চায়
কিছু খেলনা, আমি ভুলে যাই সব কিছু
এমন সময়ে ------
---- শান্তনু সান্যাল
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন