শনিবার, ২৭ আগস্ট, ২০১১



নিঝুম সাঁঝে 

শাশ্বত প্রেমের অঙ্গীকার, অযৌগিক ছিল না,
দেহ উপস্থাপনের পূর্বে ভাব নি তুমি একবার,

তোমার ওই প্রাপ্তির পার্শ্বে ছিল ,প্রতিহিংসা -
ক্ষণিক আবেশের, সে লুপ্ত প্রাক্কালীন হাহাকার,

আমি চেয়ে ছিলাম জানতে শুধুই অন্তর্মন -
ভিত্তির অনুবল ছিল কল্পনীয়, শুন্য নিরাধার !

সর্বস্ব ওই ভাবে সাবাড় করা, অব্যক্ত ছিল 
পরিপূর্ণতার বাসনায়ে, হলো  জীবন ছারখার,

ভাবি নি বিশ্বাস কর, প্রেমের অমন মৃত্যু -
এগিয়ে আসলে তুমি, জ্ঞানত গভীর মাঝধার,

এখানেই ছিল সেতুর বন্ধন, আস্থার ইষ্টক,
ভেঙে সর্ব সীমা, গেছ তুমি ভেসে  সিন্ধু পার,

সেই উত্তর পুর্বিয় হাওয়ায় গেছ উড়ে দূর 
নিঝুম সাঁঝে একাকী, পথ চেয়ে আছি তোমার !

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by -  Samiran Sarkar
 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন