ব্রহ্ম কমল
নিঃশ্বাসে ভরে যায় অজস্র পরিমল,
কল্পমূর্তি জেগে রয় দুঃস্বপ্নের কাছে
স্বত:স্ফূর্ত জীবন বহে দূর অবিরল,
বৃন্তের সুক্ষ্ম নলিকায় ধেয়ে চলে -
মানবতার, অদৃশ্য অনঘ অশ্রু জল,
ওই অনুভূতির মূলে সংক্ষিপ্ত প্রেম
জ্বলে দিবা নিশি যেন অনন্ত অনল,
এখানেই নিরাকার আরাধনা মুখর
জাগৃত হয় উঠে ক্রমশঃ পূর্ণ অতল !
উলঙ্গ প্রতিচ্ছায়া করে যক্ষ প্রশ্নাবলী
জীবনের খাতা যেন ভাষান্ত ধরাতল,
ফাঁকি দিতে পারে না ছদ্ম দেহের রং
প্রায়াস্চিতে ভেসে উঠে নয়ন সজল,
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন