প্রারব্ধ
জিজীবিষা
সহজে যেতে দিতে চায় না দূরে
ফিরে ফিরে আসি আমি
সিঁড়ি নামা দুভর!
দুই ধারে দাড়িয়ে রয়েছে কত
চেনা মুখ, প্রতি মোডে
নানান প্রারব্ধ,
বহু ভাব -
ভঙ্গী, ঘাটের সেই অর্ধনত গাছ
হয়ত বাঁচতে পারত
পারি নি, ওই
চেনা কাশি, ছিঁড়ে চলেছে
মাদুরের দেয়াল, ক্ষীণ আলোয়
তার পুরাতন উই ধরা হাসি, শ্রাবনের
প্রথম বৃষ্টি কি দেখেছে, জানি
না, হটাত নিয়নের আলোয় হয় ত
স্বপ্নের পালক ঝরে লুটিয়ে
পড়েছে নিঃশব্দ,
নিরব, আমার মুক্ত দেহের অর্থ আর
খুঁজ না, এই জিজীবিষাই
মরিচিকা, আমি খুঁজি
তোমার মিথ্যে
প্রতিশ্রুতি,
ভালবাসা, যে কোনো দিনেই ছিল না.
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন