সক্রিয় আগ্নেয় গিরি ও মহাসাগরের
মাঝখানে, কোথায় যেন
ক্ষণিক আবেশে ছুঁয়ে ছিলেম তোমায়,
ধুম্র মেঘের দেশে, বিহ্বল রূপে
বিভূতির বেশে জড়িয়ে গেছি তোমার
অঙ্গে, বয়ঃ সন্ধির লোম কূপে
তখন ছিল অগ্ন্যুত্পাত মারাত্মক ভাবে,
পুষ্পকোষ সংরক্ষণে বিবেকহীন,
আলিঙ্গনবদ্ধ করেছি আসন্ন ধুলি ঝড় !
বাতাসে ছিল অদৃশ্য উদ্ভিজ্জানু
দংশনের ভয়ে শুধুই টেনে রেখেছি কাছে,
অসূয়ক,বর্বরতা,আদিম মনোভাব
হইতে তোমায় বাঁচাবো বলে, নিজস্ব আত্ম-
শুদ্ধির পথ খুঁজেছি আমি,ভুকম্পিত
আবেশ যায় না ছড়িয়ে অন্তরীক্ষের শুন্য
গর্ভে, আগ্রহান্বিত
প্রেম করেছি
তোমায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন