সোমবার, ৩ অক্টোবর, ২০১১


স্বপ্নের জগত 

স্থায়িত্ব বলে কিছুই নাই, সময় থামতে 
জানে না, আকাশ এখনো নীল 
প্রাকৃত, তথাপি সে 
পরিত্যাগ 
করে গেছে সম্মিলন, এক দশকের আগে  
নাম ফলক গেছে হয়ে অনুজ্বল, 
ধুলিকনা আচ্ছন্ন  আসক্তি ! 
কুসুমিত মৌসুম 
নিয়েছে কবে যে বিদায়,দিন লিপির জীর্ণ 
পৃষ্ঠের লিখন উড়ে গেছে হয় ত 
জীবনের তীব্র বায়ুবেগে, 
আদ্র ভাবনার -
চিরকুট অস্থির নড়ে  চলেছে, বাঁস গাছের
শীর্ষ ভাগে, চাঁদ প্রতিক্ষার নিয়ম 
মানে না, ভেসে চলেছে 
ধ্বংস স্তুপের 
মাথায়, 
উদ্বেলিত ঝিলের ধারা মনে রাখি নি তার 
চেহারা, পদ চিহ্ন মিটিয়ে গেছে 
সহজে, কিছু অসমাপ্ত -
কবিতা 
ও গোলাপের মালঞ্চ ভাসে তীরে, সে জীবনে 
দখলের প্রমাণ দিতে পারি নি, দলিল 
গেছে ভিজে বহু কাল আগে 
পাগল বর্ষার রাতে,
এখন সে এক 
অনিকেত,খুঁজে এক রাত্রির পান্থশালা,অথচ 
থামার কারণ বলতে কিছুই নাই,
মায়ার বন্ধন যে ভাঙা
খুবই মুশকিল, 
তাই বসে আছে, অন্ধকারে কাঁশ বনের ঝোপে !
একাকী দেখছে আপনমনে নীহারিকার 
বিলুপ্তি, পড়ন্ত তারকের নিয়তি 
উল্কার ভূমিসাত, শুন্যের 
ভব্যতা, জীবনের 
সত্যতা,
মৃত্যুর রহস্য, অন্তরিক্ষের বিশালতা, অপরিচিত 
নিজস্ব ছায়া, জানিত মুখোশের ভীড়
ধীরে ধীরে হারিয়ে চলেছে 
সব কিছু স্বপ্নের 
জগতে.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন