জীবনে সে এক প্রয়োজন,
প্রতি আবেগের মোড়ে, উদাসীন
ক্ষণে, ভরে উঠে যেন শুন্য
আতরের শিশি, ক এক
ফোঁটা গাঢ় শ্বাস,
রীতিগত ভাবে করে রয় উদ্বেলিত,
রচে যায় উদ্ভাবনীর চেতনা,
পরশ করে শুন্য স্বপ্নের
মুকুল, বয়ঃ সন্ধির
সোপান,
সেই সংবেশিত মুহুর্তে, কবিতার
জন্ম, অদমিত হৃদয় প্রায়ই
তার বিম্ব খুঁজে, নৈসর্গিক
প্রতিয়মান সৌন্দর্য্য,
শিশির ভিজা
গোলাপে,
মাকড়সার জালে বৃষ্টির মনিহারে,
হরিনীর একদৃষ্ট চাহনির
মরমে, জীর্ণ পাতা
ঝরার শব্দে,
অন্তর্মনে,
তার অন্তর্নিবেশ দিয়ে যায় জীবনের
অর্থ,পরিভাষিত করে
ভালোবাসর
গভীরতা,
সার্থকতা.
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by myself
http://sanyalsplanet.blogspot.com/
painting by myself
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন