মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১১


অবিরামি জীবন 

অশ্বত্থামার পাঁজর ছিল নিয়তির খেলা 
বহুবার উজাড় করে গেছে যুগের 
পরে যুগ, ঘূর্ণিঝড়ের  থাবা,
তত্সত্ত্বেত্ত জীবন 
অগ্রসর, 
তারা চাবুকের আওয়াজে করেছে -
নিলাম মনুষ্যত্ব, রচেছে বহু 
রক্তাক্ত ইতিহাস, 
লিখেছে 
নিজের স্বার্থের বিধি বিধান, দিয়েছে 
যা ইচ্ছে অন্তিম বিচার, পৃথিবীর 
বুকে গড়েছে হাহাকারের 
সাম্রাজ্য, তবু ও 
থামে নি
মুক্তি পথের যাত্রী, নামিয়ে ফেলেছে 
মহানতম রাজনের সিংহাসন 
রাস্তার ধুলায়, লুটিয়ে 
দিয়েছে বহু হিরক 
জড়িত
কিরিটের কুলীনতা, বিশ্ব বিজয়ের 
অহংকার, সেই সাবেকি কাল 
হতে অর্বাচীন জগতে,
অন্যায়ের 
বিরুদ্ধে মানুষের সেই জন্মগত প্রতিবাদ,
অবিরাম যেন বহে চলেছে গুপ্ত 
আগ্নেয় ধারা, সরিয়ে 
রেখেছে 
মহাপ্লাবনের কাল্পনিক কাহিনী, গ্রহের 
বিনাশের ভবিষ্যদ্বাণী, জীবনের 
প্রসার, পার করে গেছে  সর্ব 
মিথক, অঙ্কিত করেছে 
নতুন সংস্কৃতি ও 
সভ্যতা.

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন