চেয়ে ছিলাম চোখে চোখ রেখে কথা বলতে,
যখন সে এসেছে মুখোমুখি, যেন
লুকোতে চায় নিজের ছায়ার
আড়ালে নিজেই, টেনে
আনতে চায় মন
বহু বার তার
আলগা
অনাবিষ্কৃত রূপ, উন্মুক্ত আলাপ হত যদি
তার আনত আঁখির পল্লব খুলত,
খিলানের রহস্য, তির্যক
হাসির রোমাঞ্চ,
সেই কাচের
পারদর্শী
ছায়া পার করে যেতে চায় হৃদয় বাস্তবিক -
ধরাতলে, বিংশ শতাব্দীর অনেক
পিছনে, তাম্র কি লৌহ যুগের
আশেপাশে, নির্বিবাদ
আখেটক জীবন,
মুখোশ
বিহীন আরণ্যক ভালবাসা, সাংকেতিক সেই
চোখের আদি ভাষা, আঙুলিক লিপি,
প্রণয়ের সেই নিশীথ রাতের
দাবাগ্নি, নিশাচরের
মাঝে জীবনের
উত্পত্তি,
দর্শন, ধর্ম বিহীন সেই অমর প্রেমের প্রাপ্তি -
শুধুই চাঁদ জানে সেই রাতের মর্ম,
আজ ও ভাসে আকাশে নিয়ে
সেই হারানো রজনীর
সুরভিত আলো,
অগণ্য
উদ্ভাসিত হৃদয়ের ছড়ানো অসংখ্য মিলন বিন্দু,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন