বুধবার, ৯ নভেম্বর, ২০১১


নিঝুম নিশীথে 

গভীর নিশীথে, তন্দ্রালু চোখের কাজলে, 
খুঁজে পেয়েছি জীবনের হারানো -
সুর, অনুজ্বল স্বরলিপি, বেঁধে 
চলেছে মন তোমার 
পরশের রেশমী
বাঁধন, 
জেগে উঠতে চায় প্রসুপ্ত আগ্নেয়গিরির -
দহন, ঝরে যেতে চায় আকাশ -
কুসুম, খুলে চলেছে শুন্য !
নীল বিপুল শামিয়ানা,
আলোর জামীরা -
কেলাস
ছড়িয়ে যায় অজবীথি, জীবনের তৃষা
এমন সময় হয় উঠে প্রান্তর,
তার দুই অধর তীরে 
মরুদ্বীপ ভেসে 
উঠে, 
সহসা, নিঝুম শেষ প্রহরে জোছনা লতিয়ে 
গেছে আবেশিত অঙ্গ প্রত্যঙ্গ, নিশি
প্রসুনের গন্ধে উদ্বেলিত
মাংসপেশী, ভরে 
গেছে মনের 
মদির -
ভালবাসা তার বহুমুখী কোষের জগৎ ক্রমশঃ,

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - night sea - Leonid Afremov

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন