গহন আঁধারে ও খুঁজে জীবন তার সন্নিধি, চাঁদ
ডুবে গেছে অনেক আগে, সে জ্বালিয়ে
গেছে অদৃশ্য প্রদীপ খানি, হৃদি
মন্দিরে, পরিণত রাত্রি !
অধিশায়িত ধরে
আছে যেন
কটিবন্ধের স্থির জাঙ্গাল, বাঁধের মাটি ভয়াতুর,
তার অভিসারের পদধ্বনি কাঁপিয়ে যায়
জীবনের নিরাপদ অঞ্চল, কড়া
নাড়ার শব্দে প্লাবনের মৌন
সঙ্কেত, সে এখন উন্মুক্ত
মায়াবিনী নায়িকা
খুলে দিয়েছে
সজল
কেশের জলধারা,অনবহিত, আবরণহীন দেহে
ঢেলে চলেছে কস্তুরী রাশি রাশি, নিঃস্তব্ধ
যামিনী, সে গড়েছে নিজের আলোর
জগত, আমার নাভির উর্ধ্বে
এখন পরাগের উত্পত্তি,
পুষ্পরেনুর সঞ্চার !
তার আবেগী
পিপাসা
উদ্দাম, উদ্বায়ী, চাহে সম্পূর্ণ তেজস্বী স্রোত !
- - শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন