শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

উড়ন্ত সাধ - -

সারা রাত ঝরেছে হাসনুহানার গন্ধ, কে ছিল 
জানি না, মনের বীথি ভরিয়ে গেছে,
গত রাতে, কল্পলোক অতিক্রম 
করে, অপূর্ণ জীবনের 
সাধ জাগিয়ে গেল 
সে দিগন্ত পথে, 
তার ফিরে 
যাওয়া !
স্বপ্নের ঘিরে আসা, কি যা ছিল অন্যোব্য -
সমীকরণ, বুঝতে চায় না চেতনা, 
মধুর পরিমলাচ্ছন্ন দেহে ফুটে 
চলেছে এখন বহু গন্ধ 
কোষীয় ধারা, 
ভাবনারা 
এই মুহুর্তে মেলেছে আলোকভেদ্য ডানা !

-- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন