মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২


সুরভির বৃত্ত 

পেয়ে হারিয়ে যাওয়ার ব্যথা কিংবা জড়িয়ে 
রাখার আবেশ, কিছু নিশ্চই ছিল 
দুজনের মাঝে, রিক্ততার সে 
অনুভূতি বুঝিয়ে গেল 
ফিরে যাওয়ার 
পরে, তার 
চোখের কোণে হয় ত ঘিরে আসা মেঘের 
ছায়া ভিজিয়ে গেছে শেষ প্রহরে, 
মনের মরু প্রান্তরে  কিছু 
স্বপ্নের অঙ্কুর  ফুটে 
রইলো ভোরের 
কোলে,
ভাবনার নব পল্লবে অস্থির শিশির বিন্দু !
শুধিয়ে ছিল তার বুকের ধরাতলে 
ভাসন্ত নিশি পদ্মের কাহিনী, 
জীবনের সেই একান্ত 
মূহুর্তে, প্রণয়ের 
অন্তহীন
কবিতা স্বতঃস্ফূর্ত রচে গেছে জীবনের 
সার্থকতার সিদ্ধান্ত, মর্মের 
গভীরতা, অনন্ত পথে 
পাড়ি দেওয়া, 
নিমগ্ন 
ভালবাসার অমরত্ব প্রাপ্তির দিকে এগিয়ে 
যাওয়া, তার ফিরে আসার 
অসমাপ্ত প্রতীক্ষা - - 

- শান্তনু সান্যাল 
painting by  Carlene Shuler Brown 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন