কি হলো যদি আজ -
নিঃশেষিত দেহে পড়ে আছি মেঝের উপরে,আমি দেবব্রত নই, তাই সূর্যের ওই
দিশান্তরের অপেক্ষায় থাকি না,
অর্জুনের ছদ্ম ভালবাসা
আমি চাই না,
রক্ত
ঝরুক, খসে পড়ুক জীবনের স্বপ্ন প্রাচীর !
আমি আবার উঠে আসব বিহানের
দ্বারে নিয়ে নতুন পরিবর্তনের
খবর, অলিন্দের উপরে
তুমি থাকবে তো,
ধরতে সেই
কাগজ,
হয় ত আজ আমি উঠতে পারি না
তেতলায়, কিন্তু এক দিন
ঠিক এমন কুয়াশা
বিহীন ভোরে
আমি
নিয়ে আসবো টাটকা লাল গোলাপের তোড়া,
জানিয়ে আসবো অস্তিত্বের অর্থ
ইচ্ছা মৃত্যুর থেকে বড়
জীবনের মূল্য,
শায়ক
শয্যার গল্পের বাহিরে বারংবার বেঁচে উঠার
বাস্তবতা - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন