প্রাঞ্জল আলোর মোহে
মন্থরভাবে জোছনার জোয়ার নির্জিত করে
চলেছে মায়াবী আঁধার, সেই আলো
ছায়ার খেলায় অভিনব সৃজন,
নিঃশ্বাসের বিনিময়, দেহ
ও প্রাণের আদান
প্রদান, সুপ্ত
বীজাণুর গায়ে গুটিয়ে চলেছে কচি পাতা, দ্বি -
প্ররোহের উত্পত্তি, যুগল নয়নে স্বপ্নের
বসুধা, খুলে দিতে চায় সৃষ্টির
পুষ্পাচ্ছাদিত বীথিকা,
সেই বিরল
মুহুর্তে
জীবনের সঞ্চার, প্রাণবায়ুর প্রসার, যুক্ত
অধর হতে বহুবর্ণী মুক্তার আবিষ্কার,
প্রাঞ্জল আলোয় অমর প্রণয়ের
পূর্ণপরিণতি, নৈসর্গিক
মিলনের সেই
স্রোতে
ভেসে যায় সম্পূর্ণ ব্রহ্মাণ্ড, ত্রিলোকের অজ্ঞাত
রহস্য ও রোমাঞ্চ - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন