অধরা তার দেশান্তরী অপগমন, চোখের কোণে
রেখে যায় মেঘের মিহি বিন্দু, হাসির
ধুম্র ছড়িয়ে আকাশ পথে, মুহুর্তে
একাকার যেন সুনীল
শুন্যে, তার
আসার
আগে দোলায়মান জীবনের বাঁধা – ধরা, ওই
মিলনের ক্ষণে কি যে হয় জানে না মন,
থেমে রয় অন্তরিক্ষের সমস্ত
জ্যোতির্ময় পিণ্ড, যেন
ছুঁয়ে গেছে কার
মোহিনী
হাত, স্তম্ভিত সৃষ্টির তত্ববিদ্যা, অবাক নিসর্গ,
সেই সময়ে জীবন খুঁজে পায় নিরাপদ
আশ্রয় স্থল, হারানো উচ্ছ্বাস,
স্বপ্নের বাস্তববাদ,
দীর্ঘস্থায়ী
ব্যথার উদ্ধার, ধরে রাখতে চায় বুকে তার
উন্মুক্ত ভালবাসা, সংখ্যাত মুহূর্ত -
ভরে যায় ব্যক্তিত্বে অভিনব
পুনর্জাগরণের মন্ত্র,
দূর ঝিলের
তীরে
অনাম পাখির ঝাঁক ডুব দিয়ে ঝাঁকিয়ে চলেছে
ভিজা পালক, সূর্যের গায়ে ভেসে
যেতে চায় পাতলা সাদা
মেঘের স্তর,
তার আসার বেলায় যেন অসময়ের বৃষ্টি না
ঝরে, বসে বসে একাকী ভেবে যায়
হৃদয় - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
source : man in a tweed suit was waiting for her.poi d’improvviso venivo dal
http://sanyalsplanet.blogspot.com/
source : man in a tweed suit was waiting for her.poi d’improvviso venivo dal
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন