নিরীহ প্রেমের উত্পত্তি
কালো স্লেটে লেখা কিছু ভুল বর্ণমালা,
পাঁচিলে বসে রয় শৈশবের দিন
গুলি, স্মৃতিরা খেলে
নদী পাহাড়,
চড়ই পাখির উড়ন্ত শিমুল তুলো তুলে ধরা,
কোথা হতে হঠাৎ বয়ঃ সন্ধির বাজ -
পাখির যেন উড়ে আসা,
সুখের শালিকের
মুহুর্তে
নিরবতা, সন্ধ্যার মুখে মেঘের আনাগোনা,
পলাশ রঙ্গী আকাশ জাগিয়ে যায়
মনের মাঝে সুপ্ত আন্দোলন ,
ভেসে আসে দূর হতে
বন তুলসীর
গন্ধ,
কে যেন উস্কিয়ে গেছে গুপ্ত আঁখির ভাষায় ,
দেহ ও প্রাণ, দৌড়িয়ে রয় ঘুম
সারা রাত যেন বাউল
পাড়ায়, সেই
অশ্বত্থ
গাছের ভূতের ভয় যেন সরে গেছে বহু দূরে,
খালের পাড়ে বসে থাকে একাকী
মন কার যেন অপেক্ষায়ে,
প্রেম যেন মহা ভিতু
ভাবনার সাঁকো
পার করতে
রাত
যায় পোহায়ে, জুয়ার নেমে চলেছে নিশীথে,
সে দূর থেকে হেসে যায় আঁচল
মুখে চেপে - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন