শনিবার, ১০ মার্চ, ২০১২


অজানা মূলবিন্দু

ওই বাঁকের বাগ্বাহুল্য কৃষ্ণচূড়া গাছের ঠিক উপরে 
চাঁদ থেমে রয় কিছু ক্ষণ, নিশুতি রাতে 
চাতকের করুণ সুরে প্রেম জেগে 
রয় জোছনার সাথে, করে 
অনশ্বর কলতান, 
ভরে যায় 
জীবনের  শুন্যতা আপ্রাণ, তার হৃদয়ের পরতে,
হয় ত ঝরে বিন্দু বিন্দু নিহার কণা, 
নিদ্রার পলকা মেঘ উড়ে চলেছে 
সুদুর ভিন্ন দেশে, দেহে 
ধরিয়ে অদৃশ্য 
বহ্নিশিখা, 
অন্যমনস্ক মন সহসা চঞ্চল, কে যেন ছুঁড়ে 
গেছে শান্ত ঝিলে ঢিল, ধীর সমীরণ 
কিন্তু উঠে চলেছে বুকের 
মাঝে অপ্রত্যাশিত 
হিল্লোল.

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Artist Jeanine Malaney 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন