মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

আলিকস্তম্ভ

সীমিত গণ্ডির  ভিতরেই সে খুঁজে প্রেমের মীমাংসা,
বৃত্ত রেখার বাইরে যেন শুন্য ছাড়া কিছুই 
নাই, তবু ও  দৈহিক জ্যামিতির 
পরিপূর্ণতা পড়ে রয় 
নিবিড়
আঁধারে, মরিচিকার  পিছনে দৌড়িয়ে যায় তথা -
কথিত ভালবাসা, শরীর মন্থনের অভিযানে 
অগ্রসর , প্রাণের উর্বরতা যায় 
হারিয়ে, কালান্তরে ভুলে 
যায় জীবন নিজস্ব 
নির্ধারণ, 
সেই  বিন্দু হতে আত্মঘাতী ভাবনার উদয়, অতুষ্টির 
সূত্রপাত, ক্রমশঃ দর্পণের ক্ষীণালোকে লুপ্ত 
প্রতিচ্ছায়ার সন্ধান, সে এক বিরক্তি -
জনক অবস্থা, অনেক কিছু 
পাওয়ার পরে ও যেন 
রিক্ত হাত, 
এখানেই মনের পৃথিবী হয় উঠে একাকী, বিচ্ছিন্ন,
সর্বহারা, খুঁজে বিশুদ্ধ প্রেমের অনুভূতি, 
ফেলে আসা ঝিনুকের বুকের 
দীপন, মুক্তার সৃষ্টি, 
জীবন্ত পরশ, 
কিন্তু কি পাওয়া যায় বারে বারে হৃদয়ের আলিকস্তম্ভ!

- শান্তনু সান্যাল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন