পলাতক পাখির ঝাঁক
বিষন্নতা অবসাদ, তা সত্তেও মনের
পৃথিবী চায় গড়তে নতুন
ভাবনার উপগ্রহ,
স্বপ্ন খচিত
ভব্য আকাশ, তুলতে চায় তছনছ আবাস,
স্খলিত মাটির উঠোনের কাছে পুঁততে
চলেছে হৃদয় আবেগী ফুলের
লতা, হিংস্র ঝড়ের
প্রতিহিংসা
গেছে ক্রমশঃ বহুদূর পেরিয়ে সাগর ধরাতল,
ভুলিয়ে চলেছে সকালের মলয়ানিল
রাতের দুঃস্বপ্ন, নরম সূর্যের
সোনালী আলোয়
দেখি
আরশির মৌন আমন্ত্রণ, ফুটে চলেছে ঝোপের
মাঝে অসংখ্য নামবিহীন বন্য
কুসুম, উড়ে আসছে
পলাতক পাখির
ঝাঁক - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন