জানতাম তুমি ওই আতশী রেখার বাইরে আসবে
না কোনো দিন, বরঞ্চ টেনে নিয়ে যাবে
আমার অস্তিত্ব নিজের কাছে,
তাই হলো, বিস্ময়ের
এর মধ্যে
কিছুই ছিল না, পতঙ্গের ভাগ্য লিখন বদলানো
কি সহজ, তাই জন্মের সঙ্গেই ইচ্ছাপত্র
বিধি জড়িয়ে দিয়েছে পারদর্শী
পাখায়, বৃষ্টি হলো মুক্তি -
স্নানের জন্য উই
ঢিপির গায়ে,
অগ্নিপথের যাত্রীদের মিছিল উড়ে চলেছে সুদুর,
চিতাভষ্ম হবার জন্য তীব্র বেগে, এক
রাত্রির জীবন, প্রাণ দিয়ে নব
প্রজন্মের আহ্বান, তাই
নিসর্গের নিয়ম
তোমার ও আমার জন্য আলাদা হবে কি ভাবে,
হয় ত স্বরূপ টা ভিন্ন, কিন্তু সারাংশ,
শাশ্বত – প্রেমের পরিভাষা,
দুঃখের মাঝে সুখের
অনুভূতি!
- - শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন