পোষ বিহীন
পরিতৃপ্ত হতে চায় না মন, অতৃপ্তির মাঝেই
জীবন খুঁজে উদ্বর্তনের বিস্তার, তার
প্রেমের নিবিড় ছায়া, ক্ষণিক
জিরনের অল্প বিরাম,
পূর্ণতা বহুদূর,
সে চায়
রাখতে নিজের চোখের আশেপাশে ধরে,
হৃদয়ের পরিধি অপরিসীম, ধরা
দিতে চায় না অন্তর্মনের
গভীরতা, অতচ
সে দেহের
উপরে করে চলেছে একাধিকার, পুঁতে
এসেছে বিজয় পতাকা, কিন্তু
হৃদয়ের ভূমি এখনো
অবিজিত,
এখানেই রহস্য ঘনিয়ে আনে অন্ধ শ্রদ্ধা,
তার বন্ধনের পেঁচে থেকে ও যেন
জীবন মুক্ত এক শুক পাখি,
পিঞ্জরে আটকিয়ে
থাকে না,
উড়ে যায় নিমেষে আকাশ পথে সুদূর
অজানা প্রান্তে, পড়ে রয় কিছু
ঝরা জীর্ণ পালক, শব্দের
প্রতিধ্বনি, করে
পুনরাবৃতি
শেখানো অপূর্ণ বাক্য, প্রেমের ডাকনাম - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
Painting Shadows - by Barbara Fox
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন