ঠিক ভোরের আগে
আঁধার ঘনিয়ে আসবে যখন, ছায়া ও যাবে
দূর সরে, স্বপ্ন কভু মরে না, তাই বলি
এই একাকী ক্রন্দনের সাক্ষী
যারা, ঠিক ভোরের
আবছা
আলোর সঙ্গে কেটে পড়বে, ওই গোঙানির ব্যথা
বুঝবে না কেউ, কিংবা বুঝতে চাইবে
না, সুদুর রাস্তার বাঁকে এখনো
সেই ভাঙা মাইল স্টোন
জেগে আছে, নিয়ে
বুকে কিছু
অপ্রত্যাশিত আলোর কণিকা, জীবনের কিছু
মার্গ নির্দেশ, ওই ঢালের গায়ে নিজেকে
ভাসানো মন্দ নয়, তার পরে
নিয়তির হাতে সময় -
চক্র, ঘুরুক
বা থেমে
যাক, উপত্যকার সর্পিল পথে ঝুলন্ত ফলকে
জানি লেখা আছে পূর্ণ মন্থর বেগ,
এক দিকে অরণ্য ঘাট অন্য
পাশে গহ্বর, তাই বলে
যাত্রা কি বাতিল,
এখানেই
অদৃশ্য প্রেমিক ফটকা খেলা চায় দেখতে, জীত
হারের বাহিরের অনুভূতি, মৃত্যু কে
বলে এখন সময় আছে, গুটাব
না আকাশের শামিয়ানা,
ঝরুক নিহারিকা
কিছু অন্তর্মনে,
এখনো
রাত বাকি অনেকটা, সকালের আগে দেখতে
চায় মন ভাঙা স্বপ্নের পুনর্জীবন, ওই
নির্জন স্তূপে জোনাকির মেলা,
কাঁকুরে পথে কিছু ঝরা
নিশি পুষ্প, সিক্ত
চোখের তলে
লাজুক
আঙ্গুলের ছাপ, বুকের বিস্তৃত অঞ্চলে নীল আলোর
তরঙ্গ, এক রাশ ভালবাসা - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন