রবিবার, ২৫ মার্চ, ২০১২


একটু সাবধানে - - - এসো, 

ধূমায়িত জীবন ও তার  সজল  আঁখি, কে 
হতে  চায়  মুক্ত আর  কাহাকে  যে
বুকে  বেঁধে  রাখি, 
উপান্তে 
আছে  যে  মানুষ, পরাজিত, খুবই যে -
একাকী, তার  নিরব  বেদনার 
কোনো  দিনই কেউ 
ছিল না সাক্ষী, 
তার 
ওই  নিঃসঙ্গ  হেঁটে  যাওয়া  ঘুমোতে দেয় না 
সারা রাত, ধেয়ে যায় মন তার 
পিছনে নিঃশব্দ বহু দূর, 
তার একগুঁয়েমি 
মাতিয়ে 
তুলে  অন্তরতম, দেহ ও প্রাণের  বিপ্লব, রাত 
তখন অনাথ শিশু, দাঁড়িয়ে  থাকে 
উদাস  মুখে, মফস্বলের 
সেই নির্জন রেল 
স্টেশনে, 
সুদুর পাহাড়ী নদী পার করে গেছে  অন্তিম -
প্রহর, তড়বড়িয়ে ছুটে চলেছে 
আঁধার, ধরতে যেন 
সুখের অদৃশ্য 
পাখি, 
ঝুলে আছে সজল চোখের আগে, কিছু  আবছা 
ভবিষ্যত, ময়লা থলি, কালচে  দেয়াল,
আইবুড়ো  স্বপ্ন, পুরাতন  রং
বিহীন রবি ঠাকুরের 
পেন্টিং, ছেঁড়া 
ক্যালেন্ডার,
চৌবাচ্চার কাছের শেওলা  ভরা  প্যাচপেচে -
মেঝের  জগত, দিবা  নিশির  একঘেয়ে
স্খলন, কিছু  রোদন  ভরা
সকাল  আর  কিছু 
প্রতিশ্রুতি 
ভাঙা  সন্ধ্যা, এদের  মাঝ  হতে  উপান্তে  সরে 
যাওয়া  এটাই  কি  জীবন - - - 

- শান্তনু সান্যাল
contemporary-miniatures-group-exhibition-of-small-format-paintings kolkata

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন