শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

পরিপূর্ণতার দিকে প্রস্থান - -

সোদক রাত্রি, বৃষ্টিময় আঁধার, জলপূর্ণ  অভিলাষ, 
আলোপতঙ্গ খুঁজে চলেছে আত্মাহুতির পথে 
উপাসনাবেদি, ওই উত্সর্গের শীর্ষে 
আছে অমূল্য ভালবাসা, দেহ 
ও আত্মার সেই মিলন -
স্থলে, অসমাপ্ত
কাব্যের 
পংক্তি করে আহ্বান, উদ্ভাসিত স্বরলিপি গাহে প্রণয়
গান, নিশীথ রাতের নীরবতা ভেঙ্গে ভেসে 
উঠে দ্বৈত শরীরের অভিন্ন প্রাণ, 
সদ্য উদিত অর্ধচন্দ্র করে 
সুধাময় জোছনার 
অমূল্য দান,
হৃদয় রন্ধ্রে ভরে উঠে জীবনের মধুর সঙ্গীত, সারা 
রাত জেগে রয় অন্তর্মনের পুষ্পিত উপত্যকা,
সম্পূর্ণ রাত্রি সেজে রয় সুরভিত দেহ 
ও মনের অনুষ্ঠান, প্রতি মুহুর্তে 
নব আবিষ্কার, প্রতি পলে 
অর্ঘ্যের চরম বিন্দু, 
শেষ প্রহরে 
সর্বত্র বলিদান, প্রেমের পরাকাষ্ঠা, অনন্তকালের পথে 
জীবনের প্রস্থান - - 
- শান্তনু সান্যাল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন