শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

অসমাপ্ত গান - -

তার নীরবতা যেন প্রাচীর ঘেরা প্রস্তর -
নগর, বুকে জমিয়ে আছে কত যে
রূপকথা, চোখের ওই আলোর
স্রোত ! ভাসিয়ে নিয়ে
যেতে চায়
জীবন বহুদূর, ঐতিহাসিক পৃষ্ঠের বাইরে,
যেখানে ঝরে হাসনুহানা সারা রাত,
আর সুরভিত জোছনায় জীবন
খুঁজে পায়, তার প্রণয়ের
বিরল সন্ধান,
তখন আমরা হয়ে উঠি পৌরাণিক কিন্তু
অধুনা দেবযানী ও কচ, যুগল রূপে
খুঁজি পরস্পরের মাঝে মৃত -
সঞ্জীবনীর মন্ত্র, সমস্ত
প্রণয়ী মানুষের
জন্য অমরত্বের প্রাপ্তি, এক এমন পৃথিবী,
যেখানে মানুষের হৃদয়ে, প্রেম সুধা
ভরে থাকে অন্তহীন ভাবে,
যেমন করে ভরে
উঠে পল্লব -
বিহীন অরণ্য বসন্তের আগমনে, বিস্তীর্ণ
রঙের আলোয় চার দিকে, জীবন্ত
বিতান গাহে জীবনের মধুর
অসমাপ্ত গান - -

* *
- শান্তনু সান্যাল
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন