মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

নোঙ্গর বিহীন - -

কিছু ক্ষণের বিরতির পরে ঝরেছে শিউলির শাখা,
ওই অন্তরালের গোপন মুহূর্তে, হয় ত তুমি 
ভরে গেছ হৃদয়ের শুন্যতা, অদৃশ্য 
স্পর্শে অভিশপ্ত পাষাণী দেহ, 
হয় উঠেছে জীবন্ত এক 
সুপুরুষ, বলিষ্ঠ 
মাংস পেশী 
যুক্ত !
মাটির খেলনা, নীরন্ধ রাতের অন্ধকারে খেলেছো
ভাঙনের খেলা, যত ক্ষণ না ভেঙে গেছে 
সম্মোহনের পলকা সারণী, ছড়িয়ে 
একাকার যখন নিশিগন্ধার 
পাপড়ি, তুমি খুঁজে 
চলেছ হারানো
সুবাস !
অন্তঃশীল চোখের কোণে, এক ঝিলিক জোছনার -
বিন্দু শুধিয়ে গেছে, তোমার অন্তহীন
ভালবাসা এখনো যায় নি ঝরে,
ধরে আছে বুকের পাঁজর, 
ঠিক পুষ্পরজ সম 
ফুলের অন্তরে, 
ভোরের 
পথ চেয়ে, জীবন কিনারা যেন ছাড়তে চায় না -
জর্জরিত নৌকা, নোঙ্গর বিহীন, পঙ্ক 
নিমজ্জিত শতদলীয় ভাবনা,
চিরস্থির অনুরাগী 
মন তোমার 
ছাড়া 
কিছুই নিতে চায় না, ছড়িয়ে রয় চতুর্দিকে মায়াবী 
জগৎ, মণিমুক্ত,বহুমূল্য ধাতুর খনি - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

night flower 1




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন