শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

ছদ্ম খোলস - -


নিয়ে ধূমায়িত অনুভূতি রাত দাঁড়ানো 
সদর দরজায়, নীরবতা ভেঙ্গে 
জানিত গন্ধ ভরে যেতে 
চায় গভীরতম 
মনের 
শুন্যতা, সে আবার লুন্ঠিত হতে চায় -
আমার প্রণয়ে, সে পুনরায় উজাড়
করে যাবে সঞ্চিত নিশি -
পুষ্পের সুরভিত 
পৃথিবী,
তার ওই অগ্নিবলয় পার করে অগোছাল
ভাবে অনুপ্রবেশ করা, উদ্বেলিত 
করে যায় সুপ্ত বুকের স্থির 
ভালবাসা, আমিও 
যত্নহীন খুলে 
দিতে চাই 
তথাকথিত প্রবুদ্ধ মানুষের ছদ্ম খোলস - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Winslow Homer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন