রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

অভ্যন্তরীণ জগৎ - -

অভ্যন্তরীণ জগৎ পার করে সে যেন যেতে 
চায় আজ রাতে অনেক দুরে, তার 
নিহারনে লুকিয়ে আছে গুপ্ত 
রহস্য, গভীরে ডুবে 
রয় এক মধুর 
চক্রান্ত, 
উঁকি দিয়ে চলেছে চোখের গন্ধে, অন্তর্ভুক্ত -
অতিরিক্ত অভিলাষ, বারংবার সে 
ফিরে চায়, অবুঝ স্বীকৃতির 
মাঝে ঢেকে রাখে সে 
নিবিড় প্রণয়ের 
অগ্নিশিখা,
এক অদৃশ্য মায়া ভরে যায় প্রতিপলে, যেন 
উজ্জ্বল জোছনায় প্রতিবিম্বিত 
আকাশের বুকে ভেসে 
চলেছে স্বর্ণকমল 
স্থির মনের 
ঝিলে !
অন্য জগতে সে টেনে নিয়ে যেতে চায় সর্বস্ব !
পৃথিবী, সাগর, মরুভূমি, নদী, পাহাড়, 
দেহ ও প্রাণ, পৌরুষ, আবেগ,
আগ্নেয়গিরি হতে শ্বাস 
তন্তু - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist Pavel Guzenko

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন