নীরন্ধ অন্ধকারে চোখের আলো অফলপ্রসূ,
স্পর্শের ভাষা হয় উঠে মুখরিত, হঠাৎ
যেন যষ্ঠেন্দ্রিয় সজাগ, ধরে
রাখতে চায় সব কিছু
লিপ্সা ও স্পৃহার
অন্তর তখন
গৌণ !
প্রবুদ্ধ আবরণ তখন সাংঘাতিক পারদর্শী -
উগ্র আবেগে দেহের আকাশ উদ্ভাসিত,
সঠিক বা ভুলের দ্বন্দ্ব উপান্তে
যায় সরে স্বয়ং, বন্য
অনুভূতির
মাঝে
জীবন খুঁজে বেড়ায় প্রকৃত আনন্দের পথ !
সাধু অসাধুর পরিভাষা এখানে
করে অট্টহাস, স্তর প্রতি
স্তর খসে পড়ে
ভণ্ডামি,
হিংস ক্ষুধা করে যায় সব কিছু ভক্ষণ, ওই
বাস্তবিকতার মুখোমুখি নিখুঁত
আরশি পর্যন্ত নগ্ন, এক
নিরুপায় ভঙ্গুর
বস্তু মাত্র !
মানুষ অমানুষ, কীট পতঙ্গ, জলচর স্থলচর,
জীবনের উত্পত্তি অন্তর্নিহিত এই
সুক্ষ্ম আবর্তে - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন