বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

অপরিচিত নিজস্ব প্রতিচ্ছায়া - -

একান্ত ভাবে তার প্রণয়ী নয়ন চেয়ে ছিল 
অনেকটা কল্পনার বাহিরে, দিতে 
গিয়ে দেখি অস্তিত্ব বলতে 
শুধুই বাকি রইলো 
অস্থিপঁজর,
তবুও কৃপণ হতে পারি নি জীবন, প্রথমে 
হৃদয়ে আধিপত্য, কালান্তরে দেহের 
সমর্পণ,পরিশেষে প্রাণের 
পুতুল খেলা, তার 
হাতের সেই 
অদৃশ্য 
রেশমী যোগসূত্র যেমন ইচ্ছে তেমন করে 
গেছে নিঃশ্বাসের সাথে আবেগের 
অবিরাম ক্রীড়া, উপাসনা 
কি বুনো বাসনা, বলা 
মুশকিল, শোনিত 
শিরা হতে 
সে গেছে মিশে ভাবনার রহস্যময়ী কণার 
সাথে, বেদখল করে আছে আমার 
ভিতরে আমার পরিচয়, 
ভাবশুন্য চোখে 
দেখে যাই 
কেবল আমি, তার প্রেমের অপরূপ মায়া - - 
নির্বাক, নীরব নিশীথ রাতে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Soul s Journey - painting by RASSOULI 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন