বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২

আনুগত্য ছাড়া - -

নেই পার্থক্য যেখানে ব্যথা ও হাসির মাঝে, 
সেই অনুভূতির মূলবিন্দু, খুঁজতে 
চায় পাগল মন, জানি 
সহজ কোথায় 
তার 
চোখের অনুবন্ধ ভেঙে দূর সরে যাওয়া -
তাই পুনরায় ফিরে আসা আবার 
জীবনের অর্থ খোঁজা, এক 
অনিবার যাওয়া 
আসার 
প্রক্রিয়া, আর তার নির্মেঘ চোখের এক 
উন্মুক্ত পান্থশালা, খুবই কঠিন,
ভাবনার অলিখিত চুক্তির
প্রত্যাহার করা, যা 
কিছু আছে 
সম্মুখীন, ভালো কি মন্দ, সহজ ভাবে -
শুধুই গ্রহণ করা, স্বপ্ন কি বাস্তব 
তার প্রণয়ের মায়া, সে 
নিজেই জানে, এক 
আনুগত্য 
ছাড়া এই মুহূর্তে আমার কাছে কিছুই 
নেই - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pinting by Veronica Winters 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন