শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২

হঠাৎ সে এক দিন - -

হঠাৎ সে এক দিন জানতে চাইল মনের 
গভীরতা, ভালবাসার পরিসীমা,
জানি না কি যে ছিল তার 
অনুভূতির মাপদণ্ড !
অবাক চেয়ে 
রইলাম !
তখন হয় ত নেমে এসেছিল, সন্ধ্যার - 
অঘনিভূত আঁধার, সেই জলপূর্ণ 
চোখের আলোর মাঝে 
নিজের ভাবমূর্তি 
চেনার 
চেষ্টায়, কখন যে গেছে ফুরিয়ে নিশি -
ফুলের গন্ধ, নিজেই জানি না, 
সে শুধিয়ে গেছে বহু বার
আমার নিরুত্তর 
হওয়ার 
কারণ, নীরবতার বুকে নিঃশব্দ ভাবে 
সে দিন ভেঙে ছিল, কাচিক 
স্বপ্নীল পুষ্পদানি, দেহ 
ও প্রাণের মধ্যে 
সঠিক 
বিকল্প খোঁজা ছিল খুবই কঠিন, আমি 
সে দিন শুধুই এড়িয়ে গেছি 
তার সংক্ষিপ্ত কিন্তু
নিগূঢ় প্রশ্নের 
উত্তর, 
কিংবা 
প্রেমের পরিভাষা ইচ্ছাকৃত ভাবে নিজের 
অনুরূপে বোধ হয় গড়তে 
চেয়েছিলাম, যেখানে
প্রাণের মূল্য 
ছিল 
নগণ্য ও দেহের সত্তা অমূল্য, শুধু মাত্র -
রঙ্গ রূপ, বাহ্য আবরণ, কিন্তু 
বুঝতে পারি নি হৃদয়,
যে গন্ধ বিহীন 
ফুলের 
নিয়তি, কেবল রঙ্গীন কাগজে সাজানো 
বর্ণোজ্জ্বল ছলনা - - 
* * 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


IVAN CHOULTSE OIL PAINTING ON CANVAS 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন