শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩

প্রাণ বিহীন অনুভূতি - -

তৃষিত নয়নে ছিল নিবন্ত প্রদীপের অতৃপ্ত 
বাসনা, আরও কিছু ক্ষণ দহনের 
অভিলাষ, অথবা বিহান 
পর্যন্ত নিঃশ্বাসের 
একটানা 
যুদ্ধ, তাকে ফিরিয়ে আনার প্রয়াসে রাত 
গেছে তার পিছনে পিছনে বহুদূর,
অবরুদ্ধ কন্ঠে ডেকেছে 
অনেক বার, তবু 
ও, জানি না 
কেন 
সে যে ফিরে চাই নি এক বার, কুয়াশার 
পথে ক্রমশঃ গেছে হারিয়ে, সুদুর 
অজানা কোন এক পৃথিবীর 
মায়া, বোধ হয় 
সরিয়ে
নিয়েছে তাকে, জোছনা ভরা পথে পড়ে 
রইলো শুধু পারদর্শী প্রণয়ের 
আবরণ, গতিহীন 
নিশ্চল, 
প্রাণ বিহীন অনুভূতি ছাড়া সে কিছুই 
রেখে যাই নি, তবু ও দেখি 
বুনো গোলাপ ভেসে 
চলেছে বাতাসে 
দিশাহীন,
আকাশপথে খুঁজতে তার গোপন - - 
ঠিকানা, 
* * 
- শান্তনু সান্যাল 
courtesy - Nandini Karunamuni Art
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন