শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩

রিক্ত পাত্র - -

এই পথে সব কিছু উন্মীলিত, পুর্ণায়ত কাচের 
দরজা, উন্মুক্ত কিংবা বন্ধ তাদের 
চোখের পরিকল্পনা, আত্মা 
চিরমুক্ত ধারা, বহে 
যায় আপনমনে 
অজ্ঞাত 
দিগন্তে, দেহ শুধুমাত্র সাঙ্কেতিক ধাবক, ধেয়ে 
যায় সুখের লোভে, অন্ধকার পথে -
অহর্নিশ ! জীবনের অর্থ 
বুঝতে গিয়ে ভরে 
আনে অসীম 
পিপাসা, 
তার প্রেমের কুম্ভে অমৃত ছিল কি গরল, বলা 
মুশকিল, দুটিই তরল দুটিই আলোক -
ভেদ্য, ওই অমরতা এবং 
নশ্বরতার দ্বন্দ্ব 
চিরন্তন,
জীবন দাঁড়িয়ে রয় সারা রাত হাতে লয়ে রিক্ত 
পাত্র, ধরার আগেই স্পর্শমণির রসায়ন
যায় ফুরিয়ে, নিয়তির নিয়ম 
খুবই জটিল, তার 
চুম্বনের 
রহস্য বোঝা সহজ কোথায়, কখনো সে এক 
অনিন্দ্য বিষকন্যা, আবার অনেক 
সময় সে আবেগের বন্যা !
খেলে যায় অদৃশ্য 
অগ্নি বলয়ের 
খেলা -
কখনো সুরসরি পার, কখনো তীরে নিমজ্জন।
* * 
- শান্তনু সান্যাল 
painting by Marcelle La Cour
http://sanyalsplanet.blogspot.com/




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন