রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

ভাঙা জানালার ওই পারে - -


বুকের শুন্যতা যখন চায় বিস্ফোরণ, আপন জন 
যায় সহজে সরে, অপরিচিত মুখ, উঁকি 
দিয়ে যায় ভাঙা জানালার 
ঠিক ওই পারে,
যেখানে 
কোনো এক দিন কে যেন বলে ছিল, কে কার - 
জন্য পথ চেয়ে থাকে, ডুবন্ত সূর্যের 
ভক্তের তালিকায় খুঁজে পাই
নি, তাদের নাম যারা
সকালের অর্ঘ্য !
দিয়ে ছিল 
সোনালী নদীর তীরে, সাক্ষী বলতে ছিল শুধুই -
আমার দীর্ঘ ছায়া, সাঁঝের সাথে যে 
গুটিয়ে নিয়েছে নিজেকে 
নিজের মাঝে, 
এখন 
খোলা দরজা ঈশান কি দক্ষিণ মুখী, তার কোন 
অর্থ নেই, আঁধারের নিজস্ব এক মুগ্ধতা 
আছে, সমস্ত দুঃখ সুখের বাইরে 
সে জীবনকে জড়িয়ে 
রাখে খুব কাছে, 
খুবই 
আদরে, তাই ভেবে মন্দ লাগে না যে তোমার -
নাম অপেক্ষা তালিকায় কোথাও খুঁজে 
পাই নি, বোধ হয় তুমি উধাও ! 
অসার রজনীগন্ধার ফুল,
ও পুরাতন ছেঁড়া 
অ্যালবাম,
এই দুই জনের মাঝে ধুলিকণা ছাড়া, অন্য - - 
কিছু নেই - - 
* * 
- শান্তনু সান্যাল  




http://sanyalsplanet.blogspot.com/

no idea about creator 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন