জীবনের অনাবিষ্কৃত অঞ্চল, ফিরে
গেছে সুদুর কোন অরণ্য
ছায়াবৃতে, সিক্ত
দেহ ও
প্রাণে, এখনও জেগে আছে তার অবাঞ্ছিত - -
স্পর্শ ! অদ্ভুত শীত অনল, ধরে রাখে
অহর্নিশ, পলকা নিঃশ্বাসের
তন্তু, অধর তীরে
ভেসে যায়
তার
মৌন প্রণয়ের গভীর কম্পন, অন্তরে ওঠে -
ক্রমে ক্রমে অস্থির আবর্ত, নিঃশব্দ
কে যেন জ্বালিয়ে যায়
সাঁঝের বাতি,
সঘন
আঁধারে নিশিপুষ্পের গন্ধ, অনবরত যায়
অপ্রত্যাশিত কড়া নাড়িয়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by CB
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন