শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৩

কিছুই হতে পারে - -

পুনরায় প্রবঞ্চনা, পুনশ্চ আত্মঘাতী উপত্যকা !
জীবন মৃত্যুর মাঝে, কেবল কিছু 
মুহুর্তের পার্থক্য, সে এক 
অনিন্দ্য সুন্দর 
অরণ্য -
বউল, জোছনায় সদ্যস্নাতা, নিরীহ অভিলাষ 
যায় এগিয়ে অগোছালভাবে, তার 
বুকের বন্দী সুবাস, বারংবার 
ছড়িয়ে যেতে চায় 
আবেগী 
শিরায় দাবানলের রূপে, অন্তর্মনের কৃষ্ণ মৃগ -
উতরোলের পথে ধেয়ে যায় নিরন্তর !
আবছায়ার সেই মায়াবী নীল 
আঁধারে খুঁজে মন এক 
অভয় আশ্রয়,
কি যেন 
সুদূরে চকমক করে, জোনাকি, ভাঙা তারক, 
মৃগয়ার চোখ, অথবা তার অনন্ত 
ভালবাসা, কিছুই হতে 
পারে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

mysterious man 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন