অরণ্য আগুন গেছে নিবে অনেক আগে,
ধুসর পাহাড়ের গায়ে ছড়িয়ে পাংশু
রঙের স্মৃতি, কিছু অর্ধদগ্ধ
তরু শাখায়, জীবন
খুঁজে পুনরায়
পুনর্জন্মের
উত্স,
তার মৌন চেহারার ভাষা এমন কিছু -
জটিল নয়, তবুও হৃদয় চায় পুনঃ
তাকে ছুঁয়ে দেখতে, নিকট
থেকে বুঝতে, আসল
কি প্রতিলিপি
জানতে,
প্রায় অদৃশ্য সেই পাতলা রেখার দুই -
ধারে আছে স্বপ্ন ও বাস্তবের
দুনিয়া, মন অনুভব
করতে চায়
কোনটা
বর্ষাভূমি আর কোনটা যে বৃষ্টিছায়ার
প্রদেশ, প্রণয়ের অঙ্কুর খুবই
কোমল, একটু অযত্নে
যায় শুকিয়ে
তাই
একটু যাচাই একটু খোঁজ খবর, অথবা
পুনরায় অদৃশ্য জ্বলন্ত পথে হেঁটে
যাওয়ার ঝোঁক - -
* *
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন